সপ্তম ঘর থেকে জীবনসঙ্গী, পার্টনার এবং ব্যবসা-বাণিজ্যের বিচার করা হয়। সেই সাথে আমাদের বিপরীতের প্রত্যেক ব্যক্তির বিচারও সপ্তম ঘর থেকে করা হয়, যাদের সাথে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকারের আদান-প্রদান করি।
সপ্তম ঘরের বলাবলের বিচার
সপ্তম ঘর, ঘরের অধিপতি এবং কারক গ্রহের শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে নির্ধারিত হয় উক্ত ঘরের বিষয়গুলির সুখশান্তি। সপ্তম ঘর, ঘরের অধিপতি এবং কারক শুভ অবস্থানে থাকলে উক্ত ঘরের বিষয়ে সুখ লাভ হয়। আর অশুভ অবস্থানে থাকলে দেখা দেয় বিভিন্ন সমস্যা।
গুরু গ্রহের গুরুত্ব
গুরু নৈসর্গিক সবচেয়ে শুভ গ্রহ। ধন, পরিবার, আত্মীয়-স্বজন, সন্তান, ধর্ম, শিক্ষা, জ্ঞান ইত্যাদির কারক গুরু। শুভ প্রভাবযুক্ত বা শুভ স্থানের অধিপতি হয়ে গুরু যদি সপ্তম ঘরে অবস্থান করেন, তাহলে জাতক-জাতিকা সপ্তম ঘরের বিষয়গুলির ক্ষেত্রে শুভফল লাভ করেন। অর্থাৎ দাম্পত্য জীবন, ব্যবসা-বাণিজ্য বা দৈনন্দিন আদান-প্রদানে শুভফলের প্রাপ্তি হয়।
আর যদি অশুভ প্রভাবযুক্ত, অশুভ ঘরের অধিপতি বা সপ্তম ঘরে নীচ রাশি বা শত্রু রাশিতে অবস্থান করেন, তাহলে দাম্পত্য জীবন বা ব্যবসা-বাণিজ্য সহ সপ্তম ঘরের অন্যান্য বিষয়ে নানান সমস্যার উৎপত্তি হয়। দাম্পত্য কলহ, ব্যবসায় লোকসান ইত্যাদি সমস্যার সন্মুখীন হতে হয়।
গুরুর শুভ ফল লাভের উপায়
এমন অবস্থায় গুরুর বৈশিষ্ট্যের সাথে যুক্ত হয়ে চলার মধ্যে দিয়ে শুভফল লাভ করা যায়। গুরু কাউকেই অশুভ ফল প্রদান করেন না। অশুভ ফলের সৃষ্টি তখনই হয়, যদি গুরুর আদর্শ সঠিকভাবে মেনে চলা না হয়। অর্থাৎ কর্মক্ষেত্রে ধর্ম, ন্যায়-নীতি, শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে না চললে তবেই অশুভ ফলের সৃষ্টি হয়। সপ্তম ঘরে কেতু অবস্থান করলে দাম্পত্য জীবনের কর্ম বা ব্যবসায়িক কর্ম বা দৈনন্দিন আদান-প্রদানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রেখে চলতে হয়। জীবনসঙ্গী, পার্টনার বা বিপরীতের যে কোন ব্যক্তির সাথে ধর্ম ও ন্যায়-নীতি সঠিকভাবে পালন করে চলতে হয়।
সপ্তম ঘরে গুরু অবস্থান করলে উনার সপ্তম দৃষ্টি পড়ে লগ্ন বা রাশি স্থানে। তাই সপ্তম ঘরে গুরু অবস্থানরত জাতক-জাতিকারা গুরুর আদর্শ মেনে চলার মধ্যে দিয়ে লগ্ন বা রাশি ও সপ্তম ঘরের মধ্যে উপযুক্ত ভারসাম্য গড়ে তুলতে পারেন। দুটি ঘরের বৈশিষ্ট্যও ভালো রাখতে পারেন বা বৃদ্ধি করতে পারেন।
উপসংহার
সপ্তম ঘরে গুরু শুভ বা অশুভ প্রভাবযুক্ত, যে পর্যায়েই অবস্থান করুন না কেন, গুরুর আদর্শকে পাথেয় করে চলার মধ্যে দিয়ে শুভফল লাভ করা যায়। দাম্পত্য জীবন হোক বা ব্যবসা-বাণিজ্য, সব ক্ষেত্রেই মিলে সাফল্য।