মকর লগ্ন ও রাশির লাভের উপায় ।

easyastroo
0

 জ্যোতিষ শাস্ত্রে একাদশ ঘরকে  লাভ বা ইচ্ছাপূর্তির ঘর বলা  হয়।আমাদের জীবনে বিভিন্ন সূত্র থেকে যে সব লাভের প্রাপ্তি হয়,সেই সব লাভের বিচার একাদশ ঘর থেকে করা হয়।এছাড়া একাদশ ঘর থেকে সামাজিক সম্পর্ক,বড় ভাই,পিতার ছোট ভাইবোন তথা কাকা,পিসি,বন্ধু-বান্ধবসহ আরও অনেক বিষয়ের বিচার করা হয়।


মকর লগ্ন বা রাশির লাভের উপায়।

একাদশ বা লাভের ঘরের শুভাশুভ ফল

একাদশ ঘর,ঘরের অধিপতি ও কারক গ্রহের শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর ভিত্তি করে নির্ধারিত হয় উক্ত ঘরের শুভাশুভ ফলের বিচার।যদি উক্ত ঘর,ঘরের অধিপতি ও কারক গ্রহ শুভ প্রভাবযুক্ত হয় বা শুভ অবস্থানে থাকে,তাহলে শুভফলের প্রাপ্তি হয়।আর না হলে শুভফল পেতে সমস্যা তৈরী হয়।

কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর মহত্ব

জন্মকুণ্ডুলী  বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব অপরিসীম। কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিশ্লেষণ কখনও সম্পূর্ণ হয় না।অসম্পূর্ণ থেকে যায়।কালপুরুষের কুণ্ডুলীর হিসাব অনুযায়ী মকর লগ্ন বা রাশির একাদশ ঘরের বৃশ্চিক রাশি হল কালপুরুষের অষ্টম ঘরের রাশি।

কালপুরুষের কুণ্ডুলীতে বৃশ্চিক রাশিকে একটি   নেগেটিভ রাশি হিসাবে বিবেচনা করা হয়।যেহেতু উক্ত রাশি থেকে কালপুরুষের দুঃখ,কষ্ট,যন্ত্রণা,মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টের বিচার করা হয়।মকর লগ্ন বা রাশির একাদশ বা লাভের ঘরে উক্ত রাশির অবস্থান হওয়ায় উক্ত ঘরের এক বা একাধিক বিষয়ের প্রাপ্তিতে বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হয়।অনেক সময় উক্ত বিষয়গুলি দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। লাভ প্রাপ্তি সম্বন্ধীয় বিষয়ে কনফিউশন তৈরী হয়। সিদ্ধান্ত নিতে সমস্যা হয়।

বৃশ্চিক রাশি থেকে কালপুরুষের দুঃখ,কষ্ট,যন্ত্রণার সাথে গুপ্তধন,গুপ্তবিদ্যার মত বিষয়ের বিচারও করা হয়।অর্থ্যাৎ উক্ত রাশির অশুভফলও রয়েছে,আর শুভ ফলও রয়েছে।যেমন কর্ম করা হয়,তেমন ফল লাভ হয়।শুভ কর্ম করলে শুভফল আর কুকর্ম করলে কুফল।এমনবস্থায় মকর লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের বৃশ্চিক রাশির শুভফল লাভের উপযুক্ত পথ অনুসরণ করে চলতে হয়।

 বৃশ্চিক রাশির শুভফল পাওয়ার উপায়

বৃশ্চিক রাশি থেকে শুভফল পাওয়ার উপায় হল,উক্ত রাশি স্থিত ঘরের করণীয় কর্মে উপযুক্ত সচেতনতা ও সঠিক বিচারের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া।সেই সাথে বৃশ্চিক রাশি থেকে যেহেতু কালপুরুষের দুঃখ-কষ্টের সাথে মৃত্যুরও বিচার করা হয়,তাই বৃশ্চিক রাশিকে একটি অন্ধকারাচ্ছন্ন ঘরের সাথে তুলনা করা যায়।মৃত্যু কখন আসে যেভাবে আমরা আগে অনুমান করতে পারি না,তেমনি অন্ধকারেও আমরা কোন কিছু খুঁজে পেতে পারি না। উত্তম জীবন শৈলী ও সচেতনতার মধ্যে দিয়ে যেভাবে মৃত্যুকে দূরে সরিয়ে রাখা যায়,তেমনি আলোর সাহায্যে অন্ধকারে কোনকিছু খুঁজে পাওয়া যায়।

বৃশ্চিক রাশি থেকে জ্ঞানের আলোর সাহায্যে শুভফল লাভ করা যায়।আর আমাদের জ্ঞানকে সঠিক দিশা দেখানোর একমাত্র মাধ্যম হল ধর্ম।ধর্মপথে চলার মধ্যে দিয়েই প্রকৃত জ্ঞান অর্জন ও  জ্ঞানের ব্যবহার করা যায়।

তাই মকর লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের একাদশ তথা লাভের ঘরের করণীয় কর্মে উপযুক্ত সচেতনতা,সঠিক বিচার ও ধর্মপথ অবলম্বনে কর্ম করা উচিত।যে কোন ক্ষেত্রে আকাঙ্ক্ষা পূর্তির বা  লাভ প্রাপ্তির বিষয়ে সচেতনতা,বিচার ও ধর্ম বিহীন কর্ম করলে, সেই কর্মের উপযুক্ত ফল প্রাপ্তি হয় না ।বরং সেই কর্ম বিভিন্ন সমস্যা বা দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

উপসংহার

অতএব মকর লগ্ন বা রাশির জাতক-জাতিকারা লাভ বা ইচ্ছাপূর্তি সম্বন্ধীয় যে কোন কর্ম উপযুক্ত সচেতনতা,সঠিক বিচার ও ধর্ম পথের মধ্যে দিয়ে করুন।তাতে লাভ বা ইচ্ছাপূর্তি নিয়ে মানুষিক যন্ত্রণা বা দুঃখকষ্ট পেতে হয় না এবং একাদশ বা  লাভের ঘরের শুভফল লাভ করা যায়।

আরো পড়ুন



Post a Comment

0Comments

Post a Comment (0)