কর্কট লগ্ন ও রাশির প্রেম সম্পর্কের সচেতনতা।

easyastroo
0

জ্যোতিষ শাস্ত্রে পঞ্চম ঘর থেকে জ্ঞান, শিক্ষা, সন্তান, বিনোদন, আকস্মিক লাভ ইত্যাদির বিচার করা হয়। এর পাশাপাশি  প্রেম সম্পর্কের বিচারও পঞ্চম ঘর থেকেই করা হয়। পঞ্চম ঘর, ঘরের অধিপতি এবং কারক গ্রহের শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে  নির্ধারিত হয় যে কোন জাতক-জাতিকার প্রেম সম্পর্কের সফলতা ও বিফলতা। যদি উক্ত ঘর, ঘরের অধিপতি এবং কারক গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে   শুভফলের প্রাপ্তি হয়। আর যদি  অশুভ অবস্থানে থাকে, তাহলে শুভ ফল লাভ হয় না।তথা প্রেম-সর্ম্পকের ক্ষেত্রে -দুঃখ-কষ্ট যন্ত্রণা পেতে হয়।


কর্কট লগ্ন ও রাশির প্রেম সম্পর্কের সচেতনতা

জন্ম কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব

জন্মকুণ্ডুলী  বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব অপরিসীম। কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিশ্লেষণ কখনও সম্পূর্ণ হয় না।অসম্পূর্ণ থেকে যায়। কর্কট লগ্ন বা রাশির পঞ্চম ঘরে স্থিত বৃশ্চিক রাশিকে কালপুরুষের কুণ্ডুলীতে একটি নেগেটিভ রাশি হিসেবে বিবেচনা করা হয়। কালপুরুষের কুণ্ডুলীতে বৃশ্চিক রাশি থেকে কালপুরুষের দুঃখ-কষ্ট-যন্ত্রণা, মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টের বিচার  করা হয়ে থাকে।

কালপুরুষের কুণ্ডুলীর এমন একটি নেতিবাচক  রাশি কর্কট লগ্ন বা রাশির পঞ্চম ঘরে অবস্থান করার কারণে, তাদের পঞ্চম ঘর সংক্রান্ত বিষয়গুলিতে সমস্যা উৎপন্ন হতে দেখা যায়। উক্ত ঘরের এক বা একাধিক বিষয় তাদের জীবনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে বৃশ্চিক রাশির শুভফল পাওয়ার উপযুক্ত পথ অনুসরণ করে চলতে হয়।

বৃশ্চিক রাশির শুভফল পাওয়ার উপায়

যেহেতু বৃশ্চিক রাশি থেকে কালপুরুষের দুঃখ,কষ্ট, যন্ত্রণার  বিচার করা হয়,তাই উক্ত ঘরের করণীয় কর্মে উপযুক্ত সতর্কতা ও বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন।বৃশ্চিক রাশি থেকে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্টেরও বিচার করা হয় বলে উক্ত রাশিকে একটি অন্ধকারাচ্ছন্ন ঘর বা স্থানের সাথে তুলনা করা যায়।আলো ছাড়া যেভাবে অন্ধকারে রাস্তা বা কোন কিছু খুঁজে পাওয়া যায় না,তেমনি বৃশ্চিক রাশি থেকে শুভফল পেতে জ্ঞানের আলোর প্রয়োজন হয়।জ্ঞানের সঠিক ব্যবহারের মধ্যে দিয়েই উক্ত রাশির শুভফল পাওয়া যায়।আর জ্ঞানের সঠিক ব্যবহার একমাত্র ধর্মপথে চলার মধ্যে দিয়েই করা যায়।ধর্মপথ আমাদের জ্ঞানকে সঠিক দিশা প্রদান করে ।তাই উক্ত ঘর সম্বন্ধীয় কর্মে উপযুক্ত সচেতনতা,বিচার বিশ্লেষণ ও ধর্মপথ অবলম্বনের মধ্যে দিয়েই শুভফল লাভ করা যায়।

উপসংহার 

অতএব, কর্কট লগ্ন বা রাশির জাতক-জাতিকারা তাদের পঞ্চম ঘরের বিষয়গুলি সম্বন্ধীয় যে কোন কর্মে উপযুক্ত সচেতনতা ও বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।পঞ্চম ঘর থেকে যেহেতু প্রেম সম্পর্কেরও বিচার করা হয়,তাই উক্ত ক্ষেত্রেও ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত।তাতে  উক্ত ক্ষেত্র থেকে দুঃখ কষ্ট যন্ত্রণার সন্মুখীন হতে হয় না । 

আরো পড়ুন 

Post a Comment

0Comments

Post a Comment (0)