বৃষ লগ্ন ও রাশির উপযুক্ত ব্যবসা।

easyastroo
0

 জ্যোতিষ শাস্ত্রে ব্যবসা-বাণিজ্যের বিচার সপ্তম ঘর থেকে করা হয়।সপ্তম ঘর,সপ্তম ঘরের অধিপতি ও ব্যবসার কারক গ্রহ বুধের উপর ভিত্তি করে নির্ধারিত হয় ব্যবসার সফলতা বা বিফলতা।সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং বুধ শুভ অবস্থানে থাকলে কুণ্ডুলী ধারকের ব্যবসা ভালো চলে।ব্যবসা দ্বারা কুণ্ডুলী ধারক উন্নতি লাভ করতে পারেন।আর যদি অশুভ অবস্থানে থাকে,তাহলে কুণ্ডুলী ধারকের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হয়।


বৃষ লগ্ন ও রাশির উপযুক্ত ব্যবসা।

জন্ম কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব

জন্মকুণ্ডুলী  বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব অপরিসীম। কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিশ্লেষণ কখনও সম্পূর্ণ হয় না।অসম্পূর্ণ থেকে যায়।বৃষ লগ্ন বা রাশির সপ্তম বা ব্যবসা-বাণিজ্য সম্বন্ধীয় ঘরের রাশি হল বৃশ্চিক রাশি।যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর অষ্টম ঘরের বিচার করা হয়।কালপুরুষের কুণ্ডুলীতে বৃশ্চিক রাশিকে একটি নেগেটিভ রাশি হিসাবে বিবেচনা করা হয়।যেহেতু উক্ত রাশি থেকে কালপুরুষের দুঃখ,কষ্ট,যন্ত্রণার বিচার করা হয়।

বৃষ লগ্ন বা রাশির ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের উপায়

কালপুরুষের কুণ্ডুলীর নেগেটিভ একটি রাশি বৃষ লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্যের ঘরে অবস্থান করায় ব্যবসা-বাণিজ্য নিয়ে বিভিন্ন সমস্যা,মানুষিক অশান্তি,কষ্ট-যন্ত্রণা ভোগ করতে হয়।যদি না তারা বৃশ্চিক রাশি থেকে শুভফল লাভের উপযুক্ত পথ অনুসরণে না চলেন।বৃশ্চিক রাশি থেকে শুভফল পাওয়ার উপায় হল,উক্ত রাশি স্থিত ঘরের করণীয় কর্মে উপযুক্ত সচেতনতা ও সঠিক বিচারের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া।

সেই সাথে বৃশ্চিক রাশি থেকে যেহেতু কালপুরুষের দুঃখ-কষ্টের সাথে মৃত্যুরও বিচার করা হয়,তাই বৃশ্চিক রাশিকে একটি অন্ধকারাচ্ছন্ন ঘরের সাথে তুলনা করা যায়।মৃত্যু কখন আসে যেভাবে আমরা আগে অনুমান করতে পারি না,তেমনি অন্ধকারেও আমরা কোন কিছু খুঁজে পেতে পারি না। উত্তম জীবন শৈলী ও সচেতনতার মধ্যে দিয়ে যেভাবে মৃত্যুকে দূরে সরিয়ে রাখা যায়,তেমনি আলোর সাহায্যে অন্ধকারে কোনকিছু খুঁজে পাওয়া যায়।

বৃশ্চিক রাশি থেকে জ্ঞানের আলোর সাহায্যে শুভফল লাভ করা যায়।আর আমাদের জ্ঞানকে সঠিক দিশা দেখানোর একমাত্র মাধ্যম হল ধর্ম।ধর্মপথে চলার মধ্যে দিয়েই প্রকৃত জ্ঞান অর্জন ও  জ্ঞানের ব্যবহার করা যায়।

তাই বৃষ লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের ব্যবসা-বাণিজ্যে সংক্রান্ত যে কোন কর্ম উপযুক্ত সচেতনতা,সঠিক বিচার ও ধর্মপথ অবলম্বনে করা উচিত।ব্যবসায়িক কর্ম সচেতনতা,বিচার ও ধর্ম বিহীন করলে তবেই ব্যবসা ক্ষেত্রে বিঘ্ন ঘটে বা সমস্যা তৈরী হয়।

সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য ছাড়াও বিবাহিত জীবন,পার্টনারশিপ ও দৈনন্দিন জীবনের যে কোন প্রকারের আদান প্রদানেরও বিচার করা হয়। বৃষ লগ্ন বা রাশির সপ্তম ঘরে বৃশ্চিক রাশির অবস্থানে উপরি বর্ণিত সপ্তম ঘরের প্রত্যেক কর্মে উপযুক্ত সচেতনতা,সঠিক বিচার ও ধর্মপথের মধ্যে দিয়ে কর্ম করা উচিত।তাতে ব্যবসা বাণিজ্য সহ সার্বিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন।

বৃষ লগ্ন বা রাশির উপযুক্ত ব্যবসা

বৃষ লগ্ন বা রাশির জন্য উপযুক্ত ব্যবসা হিসাবে

 1.খনিজ পদার্থ সম্বন্ধীয় ব্যবসা,মেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বিষয়াদির সাথে যুক্ত ব্যবসা।

2.ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত। 

3.কাপড়,কসমেটিক্স,ফার্নিচার এবং বিভিন্ন বিলাস দ্রব্যের ব্যবসা ।

4.সঙ্গীত,শিল্প,ইন্টেরিয়র ডিজাইনিং বা যে কোন কলাত্মক কাজের সাথে যুক্ত ব্যবসা।

5.কৃষির সাথে সম্পর্কযুক্ত,

যেমন -খাদ্যশস্য উৎপাদন,খাদ্যশস্যের ক্রয়-বিক্রয় ইত্যাদি ।

এছাড়া রিয়েল এস্টেটের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায় সাফল্য পেতে পারেন ।

উপসংহার

উপরিউক্ত বিষয়গুলির সাথে যুক্ত হয়ে কর্ম করলে বৃষ লগ্ন বা রাশির অধিকারীরা ব্যবসায়িক কর্মে সাফল্য পেতে পারেন। ব্যবসা-বাণিজ্যের মধ্যে দিয়ে মনবাঞ্চিত সাফল্য অর্জন করতে পারেন ।

আরো পড়ুন

Post a Comment

0Comments

Post a Comment (0)