জ্যোতিষ শাস্ত্রে ধন ও পরিবার সম্বন্ধীয় বিষয়ের বিচার কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয়।দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও কারক গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে যে কোন জাতক-জাতিকার ধন ও পারিবারিক সুখ-শান্তির বিষয়।দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি ও কারক গুরু শুভ অবস্থানে থাকলে ধন ও পারিবারিক বিষয়ে সুখ-শান্তি লাভ হয়।আর অশুভ অবস্থানে থাকলে উক্ত ঘরের বিষয়ে সুখ-শান্তির অভাব ঘটে।
জন্ম কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব
জন্মকুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব অপরিসীম। কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিশ্লেষণ কখনও সম্পূর্ণ হয় না।অসম্পূর্ণ থেকে যায়।সিংহ লগ্ন বা রাশির দ্বিতীয় বা ধন-পরিবারের ঘরে কন্যা রাশির অবস্থান।যে কন্যা রাশিকে কালপুরুষের কুণ্ডুলীতে একটি নাকারাত্মক রাশি হিসাবে বিবেচনা করা হয়।কারণ উক্ত রাশি থেকে কালপুরুষের রোগ,ঋণ ও শত্রুর বিচার করা হয়।
সিংহ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে কালপুরুষের রোগ-ঋণ-শত্রুর ঘরের রাশি অবস্থান করায় দ্বিতীয় ঘরের বিষয়গুলি থেকে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।তথা ধন সঞ্চয়ে বাধা,পারিবারিক মনোমালিন্য মত সমস্যা দেখতে পাওয়া যায়।অবশ্য শুভগ্রহের প্রভাবে সমস্যার মাত্রা কম হয়।আর অশুভ গ্রহের প্রভাবে সমস্যা বেশী হয়। সে ক্ষেত্রে কন্যা রাশির বৈশিষ্ট্য অনুযায়ী চলার মধ্যে দিয়ে শুভফলের বৃদ্ধি বা লাভ করা যায়।
ধন পরিবারের ঘরের শুভফল পাওয়ার উপায়
কন্যা রাশি থেকে শুভফল পাওয়ার উপায় হল,উক্ত রাশি কুণ্ডুলীর যে ঘরে অবস্থান করে,সেই ঘরের করণীয় কর্ম শৃঙ্খলা বজায় রেখে করা।কন্যা রাশি থেকে কালপুরুষের রোগ,ঋণ ও শত্রুর সাথে দৈনন্দিন কর্মেরও বিচার করা হয়।তাই কুণ্ডুলীর যে ঘরে কন্যা রাশি অবস্থান করে,সেই ঘরের দৈনন্দিন করণীয় কর্ম শৃঙ্খলা বজায় রেখে করতে হয়। উক্ত ঘরের কর্মে যদি শৃঙ্খলা না থাকে,পরিশ্রম সঠিকভাবে না করা হয়,তবেই বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হয়।সাধারণভাবে বলা যায় যে দৈনন্দিন কর্ম যদি আমরা সঠিক ভাবে না করি,নিয়ম শৃঙ্খলা বজায় না রাখি,তাহলে কর্মের চাপ তৈরি হয়।আর কর্মের চাপ তৈরী হলে সমস্যাও তৈরী হয়।
কালপুরুষের ষষ্ঠ ঘরের কন্যা রাশি থেকে প্রতিযোগিতা মুলক পরীক্ষারও বিচার করা হয়।এখানে প্রতিযোগিতা বলতে উক্ত রাশি স্থিত ঘরের বিভিন্ন কর্মের চ্যালেঞ্জকেও বোঝায়। যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় শৃঙ্খলার মধ্যে দিয়ে কঠোর পরিশ্রম করলে,তবেই সাফল্য লাভ করা যায়।তেমনি কন্যা রাশি স্থিত ঘরের দৈনন্দিন কর্মে শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম দ্বারা সাফল্য অর্জন করা যায়।প্রতিযোগিতা মূলক যে কোন পরীক্ষায় সাফল্য অর্জনে ভাগ্যের আমূল পরিবর্তন করা যায়।তেমনি কন্যা রাশি স্থিত ঘরের দৈনন্দিন কর্মের সাফল্য দ্বারা জীবনে সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয়।
উপসংহার
অতএব সিংহ লগ্ন বা রাশির জাতক-জাতিকারা তাদের দ্বিতীয় ঘরের বিষয়গুলিকে প্রতিযোগিতা মূলক পরীক্ষার মত চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা উচিত।ধন সঞ্চয় বা পরিবার প্রতিপালনের ক্ষেত্রে শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম করা উচিত।তাতে তারা উক্ত সব ক্ষেত্রে মনোবাঞ্চিত সাফল্য অর্জন করতে পারেন।
আরো পড়ুন