লগ্ন বা রাশিতে সূর্য ও শুভফল লাভের উপায়।

easyastroo
0

 লগ্ন এবং রাশি হল  কুণ্ডুলীর মূল ভিত্তি।লগ্ন এবং রাশির শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে জীবনের সফলতা এবং বিফলতা।লগ্ন এবং রাশি শুভ প্রভাবযুক্ত হলে জীবন সংগ্রামে সমস্ত বাধা-বিপত্তিকে দূর করে সাফল্য অর্জন করা যায়।আর  অশুভ প্রভাবযুক্ত হলে জীবনে সফলতা অর্জন করতে সমস্যার সম্মুখীন হতে হয় । 


লগ্ন বা রাশিতে সূর্য ও শুভফল লাভের উপায়।


সৌর জগতের সূর্যের মহত্ব

আমাদের সৌর জগতের মূল ভিত্তি হল সূর্য।সূর্যের সাথে ভারসাম্য বজায় রেখে টিকে আছে আমাদের পৃথিবী সহ সমস্ত গ্রহ,নক্ষত্র সহ অসংখ্য ধুমকেতু সহ আরো অনেক কিছু।সূর্যকে সৌরজগতের রাজা বলা হয়।আর পৃথিবী সহ বাকি গ্রহ নক্ষত্র হল সূর্যের রাজ পরিবারের সদস্য ।স্বভাবতই গ্রহ-নক্ষত্রের  মধ্যে সূর্যের মহত্ব অধিক।সূর্য ছাড়া সৌর জগতের অন্যান্য গ্রহ নক্ষত্রের কল্পনাও করা যায় না । 

আমরা প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ সূর্য দেবতার আশীর্বাদের ফলে বেঁচে আছি।সূর্যদেব প্রতিনিয়ত আলো প্রদান করে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছেন।নিজে প্রতিনিয়ত  জ্বলে আমাদেরকে আলো প্রদান করে পৃথিবী সহ সমগ্র সৌর জগতের কল্যাণ করে চলছেন।সূর্য সিংহ রাশির অধিপতি।সিংহ রাশি থেকে জ্ঞান,শিক্ষা,সন্তান,বিনোদন,রোমান্সের বিচার করা হয।

লগ্ন বা রাশিতে শুভ প্রভাবযুক্ত সূর্যের প্রভাব

লগ্ন বা রাশিতে শুভ প্রভাবযুক্ত সূর্যের অবস্থান,জাতক-জাতিকাকে সূর্যের মত উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী করে তোলে।অপরকে সাহায্য-সহযোগিতা করা,নেতৃত্ব প্রদান করা এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান থাকে।সূর্যের মতো  পারিবারিক বা সামাজিক দ্বায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকেন এবং যে কোন দায়িত্বও নিষ্ঠা সহকারে পালন করেন। প্রশাসনিক বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারেন।বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের কর্তা হিসাবে সমাজের কল্যাণে কাজ করতে তাদের দেখা যায় ।লগ্ন বা রাশিস্থানে শুভ প্রভাবযুক্ত সূর্যের অবস্থান  পারিবারিক বা সামাজিক দ্বায়িত্ব পালনের জন্য শ্রেষ্ঠ অবস্থান হিসাবে মানা হয়।

লগ্ন বা রাশিতে অশুভ প্রভাবযুক্ত সূর্যের প্রভাব 

লগ্ন বা রাশিস্থানে সূর্য শুভ প্রভাবযুক্ত না হলে ব্যক্তি জেদী,অহংকারী, মিথ্যাচারী এবং স্বার্থপর হয় উঠেন।নীচ রাশিতে বা শত্রু রাশিতে হলেও একই অবস্থা দেখা যায।পারিবারিক বা সমাজ কল্যাণের চিন্তা সেই অবস্থায় ব্যক্তির মধ্যে তত দেখা যায় না।নিজ স্বার্থকে  বেশী গুরুত্ব দিতে দেখা যায় ।

সূর্যের শুভফল লাভের উপায়

লগ্ন বা রাশিতে সূর্য শুভ বা অশুভ যেভাবেই অবস্থান করুন না কেন,সূর্যের আদর্শ মেনে চলার মধ্যে দিয়ে শুভ ফল লাভ করা যায়। এর জন্য যে কাজগুলি করা উচিত -

1.সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে দিন শুরু করা।

2.সূর্য দৈনন্দিন নির্দিষ্ট একটা শৃঙ্খলার মধ্যে উদয় এবং অস্ত যান। লগ্ন বা রাশিতে অবস্থান করা সূর্যের জাতক-জাতিকাদের সূর্যের মতো  প্রতিদিনের কর্ম যথাযথ শৃঙ্খলার সাথে সম্পন্ন করা ও কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।

3. সূর্য নির্দিষ্ট সময়ে উদয়-অস্ত দ্বারা সৌরজগতের কল্যাণ করার ধর্ম পালন চলছেন। লগ্ন বা রাশিতে সূর্য অবস্থান রত জাতক-জাতিকাদেরও কর্ম ক্ষেত্রে ধর্ম ও ন্যায়নীতি পালন করে চলা উচিত।

4. সূর্য যেভাবে সমগ্র জগতের কল্যাণ করে চলছেন,লগ্ন বা রাশিতে সূর্য অবস্থান করা   জাতক-জাতিকাদেরও সমাজের কল্যাণের জন্য কাজ করা উচিত।

5.এছাড়াও সূর্যের বীজমন্ত্র সহ অন্যান্য মন্ত্র পাঠের মধ্যে দিয়ে সূর্যের শুভ ফল লাভ করা যায়।

উপসংহার

উপরে বর্ণিত বিষয়গুলি মেনে চলার মধ্যে দিয়ে লগ্নে অবস্থিত সূর্যের শুভফলের বৃদ্ধি ঘটানো যায়।সমাজে নাম,যশ,প্রতিপত্তি অর্জন করে সুখে জীবন যাপন করা যায়।

আরো জানুন



Post a Comment

0Comments

Post a Comment (0)