কুম্ভ লগ্ন ও রাশির ধন-পরিবার।

easyastroo
0

জ্যোতিষ শাস্ত্রে ধন-পরিবারের বিচার  কুণ্ডুলীর দ্বিতীয় ঘর থেকে করা হয় ।সেই সাথে দ্বিতীয় ঘর থেকে আত্মীয়-স্বজন,খাবার-দাবার এবং আমাদের মুখ,মুখের বাণী ও চেহারার বিচারও করা হয় । 

https://www.easyastroo.online/2025/05/aquarius-wealth-family.html


ন-পরিবারের ঘরের শুভাশুভ ফলের বিচার

দ্বিতীয় ঘর,ঘরের অধিপতি এবং  কারক গুরু শুভ অবস্থানে থাকলে,উক্ত ঘরের বিষয়গুলোর ক্ষেত্রে শুভফলের প্রাপ্তি হয়।আর অশুভ অবস্থানে থাকলে শুভফল প্রাপ্তিতে সমস্যা উৎপন্ন হয়। অর্থাৎ পারিবারিক সুখ-শান্তি, ধন সঞ্চয়ে বাধা ইত্যাদি সমস্যা উৎপন্ন হয়।

কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর গুরুত্ব

কুম্ভ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরের বা ধন-পরিবারের ঘরের রাশি হল মীন রাশি ।কালপুরুষের কুণ্ডুলীতে মীন রাশিকে একটি নেগেটিভ রাশি হিসাবে বিবেচনা করা হয়।যেহেতু উক্ত রাশি থেকে কালপুরুষের ব্যয় বা খরচের হিসাব করা হয়।

কালপুরুষের ব্যয়ের ঘর তাদের  দ্বিতীয় ঘরে অবস্থান করায় দ্বিতীয় ঘরের বিষয়গুলি ব্যয় হতে দেখা যায়।তথা ধনের ব্যয়,পারিবারিক ব্যয়,বাণীর বা মুখের কথার কারণে ব্যয় ইত্যাদি।তাই উক্ত লগ্ন বা রাশির জাতক-জাতিকাদের তাদের ধন-পরিবারের ঘরের শুভফল পাওয়ার উপযুক্ত পথে চলতে হয়।

ধন-পরিবারের ঘরের শুভফল পাওয়ার উপায়

কুণ্ডুলীর যে কোন একটি ঘরের বৈশিষ্ট্য বজায় থাকা নির্ভর করে, সেই ঘরের বিপরীত ঘরের  সাথে  উপযুক্ত সামঞ্জস্য গড়ে তুলার উপর ।সামঞ্জস্য যত ভালো গড়ে তোলা যায়,যে কোন একটি ঘরের বৈশিষ্ট্যও ভালো হয়।আর যদি সামঞ্জস্য ভালো তৈরি করা না যায়,তাহলে ঘরের বৈশিষ্ট্যও ভালো হয় না। উপযুক্ত সামঞ্জস্য গড়ে তুলতে পারলে শুধু  বৈশিষ্ট্য বজায় থাকা নয়,বৃদ্ধিও হয়।

লগ্নের বৈশিষ্ট্য ভালো থাকা নির্ভর করে সপ্তম ঘরের সাথে সামঞ্জস্য গড়ে তোলার উপর।তেমনি সপ্তম ঘরের বৈশিষ্ট্য নির্ভর করে লগ্নের সাথে সামঞ্জস্য তৈরীর উপর।তেমনি দ্বিতীয় বা ধন-পরিবারের ঘরের বৈশিষ্ট্য বজায় থাকা নির্ভর করে অষ্টম ঘরের সাথে সামঞ্জস্য রাখার উপর।

যেভাবে দ্বিতীয় ঘর থেকে যে কোন জাতক-জাতিকার ধন পরিবারের বিচার করা হয়,তেমনি অষ্টম ঘর থেকে সপ্তম ঘরের ধন পরিবারের বিচার করা হয়।আর সপ্তম ঘর হল জীবনসঙ্গী,পার্টনার বা যাদের সাথে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকারের আদান-প্রদান করি,তাদের ধন-পরিবারের ঘর।

অতএব আমাদের জীবনসঙ্গী,পার্টনার বা বিপরীত ব্যক্তির  ধন-পরিবারের সাথে আমরা যত ধর্ম, ন্যায়-নীতি বজায় রেখে চলতে পারি, তত আমাদের ধন-পরিবারের বৈশিষ্ট্য ভালো থাকে ।আর যদি আমরা আমাদের জীবনসঙ্গী,পার্টনার বা সামনের ব্যক্তির সাথে ধর্ম,ন্যায়-নীতি বজায় না রাখি,তাহলে আমাদের ধন-পরিবারের সুন্দরতাও বজায় থাকে না।

অষ্টম ঘরের রাশির বৈশিষ্ট্য

কুম্ভ লগ্ন বা রাশির অষ্টম ঘরের রাশি হল কালপুরুষের কুণ্ডুলীর ষষ্ঠ ঘরের কন্যা রাশি।কন্যা রাশিকে কালপুরুষের কুণ্ডুলীতে একটি নেগেটিভ রাশি হিসাবে বিবেচনা করা হয়।কারণ কন্যা রাশি থেকে কালপুরুষের রোগ,ঋণ ও শত্রুর বিচার করা হয়। সেইসাথে উক্ত রাশি থেকে দৈনন্দিন কর্মেরও বিচার করা হয়।একমাত্র শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কন্যা রাশি স্থিত ঘরের কর্মক্ষেত্রে সাফল্য লাভ করা যায়।শৃঙ্খলা ও পরিশ্রম বিহীন কন্যা রাশি স্থিত ঘরের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করা যায় না ।

উপসংহার

অতএব কুম্ভ লগ্ন বা রাশির জাতক-জাতিকারা, তাদের দ্বিতীয় বা ধন-পরিবারের ঘরের সামঞ্জস্য বজায় রাখার জন্য বা বৃদ্ধির জন্য  দৈনন্দিন যে কোন প্রকারের আদান-প্রদানে ধর্ম, ন্যায়-নীতি ও শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম করা উচিত।তাতে তারা তাদের ধন ও পরিবার নিয়ে সুখ-শান্তিতে জীবন-যাপন করতে পারেন।

আরো পড়ুন 









 


                               


                      


Post a Comment

0Comments

Post a Comment (0)